Profile
Name
Colourful Garden
Description
আসসালামু ওয়ালাইকুম, প্রিয় বন্ধুরা , আমি লাভলী বিশ্বাস একজন খুব সাধারণ গৃহবধু , ভারতীয় নাগরিক। আমার খুব ছেলে বেলা থেকেই ফুল গাছের প্রতি ভালোবাসা ও ভালো লাগা। সেই ভালো লাগা ও ভালো বাসা এখন পর্যন্ত ক্রমবর্ধমান নেশায় পরিনত হয়েছে। সংসারের সমস্ত দায়িত্ব পালন করে যেটুকু সময় পাই শারীরিক সমস্যাকে দুরে সরিয়ে রেখে গাছের প্রতি ভালোবাসা র টানে চলে যায় আমাদের দুজনের ভালোবাসা ও যত্নে গড়া এক চিলতে ছাদ বাগানে ।নিজের হাতে আমরা দুজনে সমস্ত কিছু করি কোনোরকম রাসায়নিক সার প্রয়োগ না করে এবং কারো সাহায্য ছাড়াই পুরো অর্গানিক পদ্ধতিতে আমাদের দুজনের এই ছোট্ট প্রয়াস ইউটিউবের মতো সুন্দর প্লাটফর্মে তুলে ধরলাম। পাশাপাশি দুঃস্থ অসহায়দের পাশে থাকার আমার সাধ্যমত চেষ্টা করি। চেষ্টা করি আমার চারপাশে সবুজে ভরিয়ে দিতে। যাতে আমাদের পরবর্তী প্রজন্ম বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে বেড়ে উঠে। তোমরা সবাই আমার পাশে থেকো বন্ধু রা রাতে আমার পথচলা অনেক মসৃণ হয়। ধন্যবাদ সবাইকে তোমরা সবাই খুব ভালো থেকো।।
Subscribers
1.21K
Subscriptions
Friends
Channel Comments
|
sivaprasad5502
(3 minutes ago)
ഗുഡ് മോണിംഗ്. നൈസ്.
|
|
rehana2214
(9 minutes ago)
শুভ সকাল
|
Add comment